করোনা সংক্রমণ বৃদ্ধি পেতেই ফের বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত তারাপীঠ মন্দির

30th July 2020 1:27 pm বীরভূম
করোনা সংক্রমণ বৃদ্ধি পেতেই ফের বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত তারাপীঠ মন্দির


বিশেষ সংবাদদাতা ( বীরভূম ) :  পুনরায় বীরভূমের তারাপীঠ মন্দির বন্ধের সিদ্ধান্ত নিল মন্দির কমিটি । এই বন্ধ শুরু হবে আগামী পহেলা আগস্ট থেকে। চলবে অনির্দিষ্টকালের জন্য। যতদিন না করোনা আবহাওয়া ঠিক হবে ততদিন এই সিদ্ধান্ত কার্যকরী থাকবে। সারাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও করোনার প্রাদুর্ভাব বাড়ছে। সেই কথা মাথায় রেখেই মন্দির কমিটির এই সিদ্ধান্ত। এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জি বলেন বীরভূম জেলা সহ তারাপীঠের আশপাশে করোনার প্রভাব দিন দিন বেড়েই চলেছে । এতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় মানুষ থেকে মন্দিরের সঙ্গে জড়িত সমস্ত মানুষজন। তাদের নিরাপত্তা কথা মাথায় রেখেই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মন্দির এর সঙ্গে জড়িত বহু মানুষের আর্থিক সমস্যা দেখা দিলেও আমরা বাধ্য হয়েই এই পদক্ষেপ নিয়েছি। আশা করি সকলেই এই সিদ্ধান্তকে মেনে নিয়ে আমাদের সহযোগিতা করবে। আমরা পরিস্থিতির ওপর নজর রেখে যাব । যেদিন এই এই পরিস্থিতি স্বাভাবিক হবে মন্দির সেদিনই খুলে দেওয়া হবে। উল্লেখ্য করোনা পরিস্থিতিতে বেশ কয়েকদিন মন্দির বন্ধ রাখা হয়েছিল । কিছুটা অবস্থা স্বাভাবিক হওয়ার পর মন্দির খুলে দেওয়া হয়েছিল। কিন্তু পরিস্থিতি পুনরায় খারাপের জন্য এই মন্দির বন্ধ রাখা হচ্ছে।





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।